Posts

দেশ বিদেশে ঘুরে যা দেখেছি: ভুটান ভ্রমণ গল্প ১

আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে সেই জায়গাটির নাম "দচুলা পাস" এটি ভুটানের রাজধানী থিম্পু থেকে পুনাখা ডিস্ট্রিক্ট এ যাওয়ার মাঝামাঝি তে অবস্থিত। এটি সমতল থেকে প্রায় ৩,১০০ মিটার বা ১২,২০০ ফিট উচ্চতায় অবস্থিত। দচুলা পাস কে পৃথিবীর অন্যতম সুন্দর পাস বা পর্বত পথ বলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে সেখান থেকে পিছনে হিমালয় এর ইস্টার্ন মাউন্টেইন রেঞ্জ দেখা যায়। যদিও আমি যেদিন গিয়েছিলাম কুয়াশার কারণে বেশি দূরের কিছু দেখতে পারিনি। দচুলা পাস ভুটানিজদের কাছে ধর্মীও ও রাষ্ট্রীয় ভাবে গুরুত্বপূর্ণ স্থান। এখানে মন্দির আকৃতির ১০৮ টি ছোট বড় স্তম্ভ রয়েছে। এর পাশেই ভূটানের চতুর্থ রাজার সম্মানে বানানো একটি মনস্ট্রি বা মন্দির রয়েছে। ভুটানের রাজাদের "দ্রুক গেয়ালপ" বলে যার বাংলা দাঁড়ায় "ড্রাগন রাজ"। ড্রাইভার এর মুখে শুনা এখানে অনেক কাল আগে খারাপ এক দানবকে বুদ্ধ পুরোহিতরা মন্ত্র দিয়ে আটকে রেখেছে। শুনে একটু ভয় ও পেয়েছিলাম আবার মজাও পেয়েছিলাম। সময় সল্পতার কারণে আর পুনাখা পর্যন্ত যাওয়া হয়নি সেবার। ইচ্ছে আছে আবার পুনাখা যাবার, ঐবার আবারও হয়ত যাত্রা পথে থেমে "ড্রাগন রাজ" এর মন্দির
Recent posts